কারিগরী প্রশিক্ষণ সেবাঃ
৬ মাস মেয়াদী প্রশিক্ষণ, (প্রতি বছর জুনঃ ও ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি হয়), প্রশিক্ষণ মেয়াদ (জানুঃ হইতে জুন এবং জুলাই হইতে ডিসেম্বর)
ক) কম্পিউটার প্রশিক্ষণ
খ) ইলেকট্রনিক্স
গ) ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়েরিং
ঘ) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন
যুব প্রশিক্ষণ কেন্দ্রঃ
(২ মাস ১৫ দিনের ও ১ মাসের প্রশিক্ষনের বিজ্ঞপ্তি হয়)
গবাদী পশু হাসঁ-মুরগী পালন প্রাথমিক চিকিৎসা ,মৎস্য চাষ
ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ
তাছাড়া জেলা কার্যালয় থেকে অন্যান্য সেবাঃ
ক) ১ মাসের মৎস্য চাষ (প্রতি উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ)
খ) ৩ মাসের পোষাক প্রশিক্ষণ (শুধুমাত্র মেয়েদের জন্য)
যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা হতে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য নিম্নলিখিত ট্রেডসমূহে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকেঃ
(ক) প্রাতিষ্ঠানিক ট্রেড ঃ
কম্পিউটার বেসিক কোর্স (৬ মাস মেয়াদী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-এইচ,এস, সি,পাশ),ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং কোর্স (৬ মাস মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা- এস,এস,সি/অষ্টম শ্রেণী পাশ), রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কোর্স (৬ মাস মেয়াদী, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-এস,এস,সি/অষ্টমশ্রেণী পাশ), ইলেকট্রনিক্স কোর্স (৬ মাস মেয়াদী, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-এস,এস,সি/অষ্টম শ্রেণী পাশ), গবাদিপশু ও হাঁসমুরগীপালন, প্রাথমিক চিকিৎসা ও মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (আড়াই মাস মেয়াদী আবাসিক , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-অষ্টম শ্রেণী পাশ), পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্স ( ৩ মাস ও ৬ মাস মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-অষ্টম শ্রেণী পাশ), মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স ( ১ মাস মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-অষ্টম শ্রেণী পাশ) ও ওভেন সুইং মেশিন অপারেটিং প্রশিক্ষণ কোর্স ( ৬ সপ্তাাহ মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-অষ্টম শ্রেণী পাশ) উল্লেখযোগ্য।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের মধ্যে কম্পিউটার বেসিক কোর্সে ভর্তি ফি ১,০০০ টাকা, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কোর্সে ভর্তি ফি ৩০০ টাকা, ইলেকট্রনিক্স কোর্সে ভর্তি ফি ৩০০ টাকা, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং কোর্সে ভর্তি ফি ৩০০ টাকা, পোষাক তৈরী কোর্সে ভর্তি ফি ৫০ টাকা, ওভেন সুইং মেশিন অপারেটিং প্রশিক্ষণ কোর্সে ৫০ টাকা এবং মৎস্যচাষ প্রশিক্ষণ কোর্সে ভর্তি ফি ৫০ টাকা হিসেবে নির্ধারিত রয়েছে। প্রাতিষ্ঠানিক আবাসিক প্রশিক্ষণ কোর্সের মধ্যে গবাদিপশু ও হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা ও মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ভর্তি ফি ১০০ টাকা হিসেবে নির্ধারিত রয়েছে। তবে এ কোর্সে প্রশিক্ষণার্থীদেরকে জনপ্রতি প্রতি মাসে ১২০০ (বারশত) টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
(খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেড (উপজেলা কার্যালয় কর্তৃক পরিচালিত )ঃ
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণসমূহ স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান বা সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হয়। এসবের মধ্যে পশুসম্পদ বিষয়ক বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কোর্স (৭/১০ দিন মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-পঞ্চম শ্রেণী পাশ), মৎস্যসম্পদ বিষয়ক বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কোর্স (৭/১০ দিন মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-পঞ্চম শ্রেণী পাশ), কৃষি বিষয়ক বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কোর্স (৭/১০ দিন মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা- পঞ্চম শ্রেণী পাশ), ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কোর্স (১৫দিন ও ৭ দিন মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা- পঞ্চম শ্রেণী পাশ) , পোষাক ও ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ কোর্স ( ১ মাস মেয়াদী ও ২১ দিন মেয়াদী , ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-পঞ্চম শ্রণী পাশ) উল্লেখযোগ্য। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের জন্য কোন ভর্তি ফি বা কোর্স ফি এর প্রয়োজন হয় না।
নং | কার্যক্রম | সেবার ধরন | সেবা গ্রহনকারী ব্যক্তি | সেবার স্থান | সেবার সময় সীমা | সেবা প্রদানকারী কর্তৃক্ষ | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
১ |
বৃত্তিমূলক প্রশিক্ষন। |
বিভিন্ন ধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। যেমন সেলাই, এমব্রডারী,বিউটি ফিকেশন, মোমবাতি তৈরী,শো-পিস,খাদ্র দ্রব্য প্রক্রিয়া জাতকরন। |
দুঃস্থ, দরিদ্র, বিধবা,স্বামী পরিত্যক্তা মহিলা। |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ। |
০১ (এক ) বছর। |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ। |
নির্ধারিত আসন শুন্য সাপেক্ষে। |
২ | আর্থ- সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচী | ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের খাদ্যনিরাপত্তাসহ প্রশিক্ষন প্রদান ও আয়বর্ধ কর্মসূচীতে তাদের জরিত করন। এই কার্যক্রমের অধিনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে ২ বছন মোয়াদে সুবিধা প্রদান করা হয়। খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। | পলী এলাকায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের।
- ঐ - | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ।
ইউনিয়ন পরিষদে। | ০২ (এক ) বছর।
প্রতিমাসে ৪দিন | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ এর মধ্যমে এন,জি,ও। | নির্ধারিত নিতীমালার আলোকে মহিলা নির্বাচনের মধ্যমে। |