ক্রt নং |
সেবার নাম
|
প্রয়োজনীয় সর্বোচ্চ সময়(ঘন্টা/দিন/মাস) |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজ প্রাপ্তি স্থান |
ফি/চার্জেস(টাকা জমা দানেরকোড/খাত ও কখন প্রদান করতে হবে তা উল্লেখসহ) |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,বাংলাদেশে কোড,জেলা/উপজেলা কোডসহ টেলিফোন/মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল) |
উর্ধ্বতন কর্মকর্তা/যার কাছে অভিযোগ জানানো/আপীল করা যাবে (নাম, কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন/মোবইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল) |
১. |
প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন অভিযোগ অনুযোগ ইত্যাদি বিষয়ে প্রাপ্ত আবেদন পত্রের উপর কার্যক্রম গ্রহণ |
গ্রহণের সাথে সাথেই জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করা হয় এবং ১ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পৌছে দেয়া হয় |
বিষয়ের সাথে সংশ্লিষ্ট কাগজপত্র গ্রহণ করা হয় |
1.www.narayanganj.gov.bd 2. জেলা ই-সেবা কেন্দ্র (ফ্রন্ট ডেস্ক) 3. প্রবাসী কল্যান শাখা, কক্ষ নং-১০৩,জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ |
|
|
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফোন: ৭৬৪৬৭৩৭ ই-মেইল-adcgnarayanganj@mopa.gov.bd অথবা জেলা প্রশাসক ই-মেইল-dcnarayanganj@mopa.gov.bd ফোন: ৭৬৪৬৬৪৪ |
২. |
বিদেশ গমনে ইচ্ছুক কর্মীদের নিরাপদে বিদেশ গমণের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং আই.ও.এম কর্তৃক প্রদত্ত বিদেশ গমনে বিভিন্ন দিক নির্দেশনামূলক পুস্তিকা ও লিফলেট জনগণের মধ্যে বিতরণ |
যথা সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় |
প্রযোজ্য নয় |
1.www.narayanganj.gov.bd 2. জেলা ই-সেবা কেন্দ্র (ফ্রন্ট ডেস্ক) 3. প্রবাসী কল্যান শাখা, কক্ষ নং-১০৩,জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ |
|
|
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফোন: ৭৬৪৬৭৩৭ ই-মেইল-adcgnarayanganj@mopa.gov.bd অথবা জেলা প্রশাসক ই-মেইল-dcnarayanganj@mopa.gov.bd ফোন: ৭৬৪৬৬৪৪ |
0
প্রবাসী কল্যাণ সংক্রান্ত কার্যক্রম, মানব পাচার প্রতিরোধ সভা, বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সভা, আন্তজার্তিক অভিবাসী দিবস, শিশু শ্রম সংক্রান্ত কার্যক্রম।
প্রবাস বিযয়ে এ অফিসের পাসাপাশি নিম্নোক্ত অফিসে যোগাযোগ করা যেতে পারে
ওয়ারবি
১৯৫/১ উইলসন রোড,নবীগঞ্জ, বন্দর, নারায়াণগঞ্জ
ওয়ারবি থেকে প্রদত্ত সেবা সমুহ
১।নিরাপদ অভিবাসন সম্পর্কে তথ্য প্রদান।
২।ভিসা চেক করা।
৩।চাকরির চুক্তিপত্র সম্বন্ধে তথ্য প্রদান।
৪।প্রতারিত ব্যক্তিদের টাকা আদায়ের জন্য হয়তা করা (প্রয়োজনীয় ডকুমেন্ট থাকা সাপেক্ষে)
৫।প্রাক বহির্গমন প্রশিক্ষন প্রদান
যোগাযোগ
মোঃ সোহরাওয়ার্দি
কেন্দ্র ব্যাবস্থাপক, ফোন +৮৮০১৭১৫৮৪৭১০
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস