সংক্ষিপ্ত পরিচিতিঃ-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের দক্ষিণ দিকে সোনারগাঁ উপজেলা হইতে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের প্রধান রাসত্মার পার্শ্বে বৈদ্যের বাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। স্কুলের মূল ভবনটি বিদ্যালয়ের উত্তর দিকে অবস্থিত।
সংক্ষিপ্ত ইতিহাসঃ- দেশ বিভাগের পর পর ১৯৪৮ সালে স্থানীয় জনগণের উৎসাহ উদ্দীপনায় স্থানীয় দানভীর আলহাজ্ব নেকবর আলী মুন্সী বৈদ্যের বাজার থানার সন্নিকটে এই বিদ্যালয়টি নিমণ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৫৭ খ্রীঃ একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকার অনুমোদন সাপেক্ষ উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ৬.৬১ একর জমির উপর প্রতিষ্ঠিত ও এই বিদ্যালয়টি পরবর্তীতে পাইলট স্কুল হিসাবে উন্নীত হয়। ১৯৮০ সাল থেকে এই বিদ্যালয়টি এস.এস.সি পরীক্ষার কেন্দ্র হিসাবে চালু রয়েছে।
ক্র: নং | শ্রেনী | শিক্ষার্থীর সংখ্যা | মোট | |
ছাত্র | ছাত্রী | |||
০১. | ৬ষ্ঠ | ১৩৬ | ১৫৫ | ২৯১ |
০২. | ৭ম | ১২৩ | ১২৫ | ২৪৮ |
০৩. | ৮ম | ১১৪ | ১২৪ | ২৩৮ |
০৪. | ৯ম | ১১৮ | ১০৮ | ২২৬ |
০৫. | ১০ম | ৬২ | ৭৫ | ১৩৭ |
| মোট = | ৫৫৩ | ৫৮৭ | ১১৪০ |
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা(ভোক)- ১১৪০ জন।
ক্র: নং | শ্রেনী | শিক্ষার্থীর সংখ্যা | মোট | |
ছাত্র | ছাত্রী | |||
|
|
|
|
|
|
|
|
|
|
| মোট = |
|
|
|
ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দঃ-
ক্র: নং | নাম | পবদী | মোবাইল নম্বর |
১ | জনাব হাজী মোঃ নাছির উদ্দিন ভূঞা | সভাপতি | ০১৬৭৩৬৪৫২২৩ |
২ | হাজী মোঃ আক্তার উজ্জামান | দাতা | ০১৭১৬৭২৩২৭০ |
৩ | হাজী মোঃ শহিদুলস্নাহ মিয়া | কো- অপ্ট |
|
৪ | জনাব মোঃ শাহদাৎ হোসেন ভূইয়া | অভিভাবক প্রতিনিধি | ০১৯১৩১২১২৯৬ |
৫ | জনাব মোহম্মদ মোহসীন | অভিভাবক প্রতিনিধি | ০১৭১৭২৭৪০০০ |
৬ | জনাব এডঃ এম.এ হামিদ | অভিভাবক প্রতিনিধি | ০১৮২৫৬৩৬১৪৫ |
৭ | জনাব মোঃ ওমর ফারম্নক | অভিভাবক প্রতিনিধি | ০১৭২৪৩১৬৫২৯ |
৮ | মিসেস ঝর্না রহমান | সংরক্ষিত মহিলা অভিবাক | ০১৯১৬৫৭৭৩৩৩ |
৯ | জনাব বীরেন্দ্র চন্দ্র ধর | শিক্ষকপ্রতিনিধি | ০১৯১৫৬৪৪৫৪৮ |
১০ | জনাব আব্দুল গাফ্ফার | শিক্ষক প্রতিনিধি | ০১৯২২২৬৬৩৪৫ |
১১ | জনাব আনিছা জাহান | সংরক্ষিত মহিলা শিক্ষকপ্রতিনিধি | ০১৮২০১৫৭০৩২ |
১২ | মোঃ মুসলেহ উদ্দীন | প্রধান শিক্ষক/সদস্য সচিব | ০১৮২৪৭৯৩২৮৫ |
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল (শতকরা পাশের হার)
ক্র: নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১ | জে. এস. সি | - | - | - | ৪৪.২৭% | ৯২.৭২% |
২ | এস, এস, সি | ৫৮.৬২% | ৮০.৪৩% | ৬৫.৬২% | ৬৮.৪৫% | ৭৫.৪৭% |
সফলতাঃএই বিদ্যালয়টি থেকে পাশ করে অসংখ্য মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের অনেক বড় বড় প্রশাসনিক পদে নিয়োজিত হয়ে দেশ সেবার কাজ করছে এবং এলাকার সুনাম বৃদ্বি করছে ।
বিদ্যালয়টিতে লেখা পাড়ার পাশাপাশি খেলাধুলা চিত্ত বিনোদন বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও অংশগ্রহণ করে আসছে। তাছাড়া বিদ্যালয়টিতে রমনা রেজিমেন্ট ঢাকা এর অধীন এক পস্নাটুন ক্যাডেট রয়েছে যারা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে উপজেলা পর্যায়ে কুচকাওয়াজে অংশগ্রহন করে যথেষ্ট সুনাম অর্জন করছে। এছাড়া বিদ্যালয়টিতে ১৯৬৫ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র এবং ১৯৯৮ সাল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্র চালু রয়েছে। ১৯৯৫ সাল থেকে অত্র বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এস.এস.সি প্রোগ্রামের টিউটোরিয়াল কেন্দ্র চালু রয়েছে। ১৯৫৮ সাল থেকে বাংলাদেশ কারীগরী শিক্ষাবোর্ড এর অধীনে ভোকেশনাল শাখা চালু রয়েছে। বিগত ৩ বৎসরে পাবলিক পরীক্ষার গড় পাশের হার ৬১.৪৭% ।
ভবিষ্যত পরিকল্পনাঃ- বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নের কাজ আর ও সম্প্রসারণের সাথে সাথে কলেজ শাখা চালু এবং প্রতিটি পাবলিক পরীক্ষায় ১০০% উন্নীত করনের প্রচেষ্টা অব্যাহত আছে।
যোগাযোগঃ-
প্রধান শিক্ষক
বৈদ্যেরবাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়
গ্রাম: হাড়িয়া ডাকঘর: সোনারগাঁ-১৪৪০
উপজেলা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
ই-মেইল: baidyerbazarhighschool@gmail.com
মোবাইল:- ০১৮২৪৭৯৩২৮৫
যাতায়াতঃ-
রাজধানী ঢাকা গুলিসত্মান হতে বাসে করে সরাসরি মোগরাপাড়া চৌরাসত্ম হয়ে তারপর রিক্সায়/সি.এন.জি তে বৈদ্যের বাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস