মোট ভবন তিনটি দুটি পাকা, একটি আধাপাকা, মোট শিক্ষার্থীর সংখ্যা ২৩০জন, মোট শিক্ষক সংখ্যা-০৭জন
স্থাপিত ১৯২৬ইং জাতীয় করণ হয় ১৯৭৩ইং সালে।
১ম শ্রেণী-৩৬ জন, ২য় শ্রেণী-৩৫জন, ৩য় শ্রেণী-৫২জন, ৪র্থ শ্রেণী-৪১জন, ৫ম শ্রেণী-৩৬ জন।
সভাপতি-বশির আহাম্মেদ
সহ- সভাপতি -মুজিবুর রহমান
বিদ্যেসাহি মহিলা- মাহমুদা সরকার
দাতা সদস্য- হাবির হোসেন
মোট সদস্য -১১জন।
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল:
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
৪৫% | ৯২% | ১০০% | ১০০% | ১০০% |
২০১০সালে একজন সাধারন বৃত্তি লাভ করেন ,২০১১সালে ২জন বৃত্তি লাভ করেন, ২০১২ সালে ১জন টেলেল্টপুল বৃত্তি লাভ করে।
২০১১-২০১২ সালে বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা কাপ ফুটবল টুনামেন্টে সোনারগাঁ উপজেলা রার্নাস আপ হওয়ার গৌরব অর্জন করেণ।
পাশের হার ১০০% বজায় রেখে ভর্তি নিশ্চিত করন।
সড়ক পথ
০১। সাবিকুন নাহার ২০১০ সালে বৃত্তি পায়।
০২। আলতাফ হোসেন ২০১১ সালে বৃত্তি পায়।
০৩। খাদিজা আক্তার ২০১১ সালে বৃত্তি পায় ।
০৪। ২০১২ ফাহিম হোসেন বৃত্তি পায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস