কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ
জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ
জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ ১৭ই জানুয়ারি ২০২২ তারিখে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ হিসেবে যোগদান করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে যোগদানের আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে উপসচিব ও বিস্ফোরক পরিদপ্তরের চিফ ইন্সপেক্টর অফ এক্সপ্লোসিভস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর এপিএস ও জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় উপপরিচালক স্থানীয় সরকার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম.এ ও কলম্বো প্ল্যান স্কলারশীপ এর মাধ্যমে ২০১০ সালে গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্হ বিশ্ববিদ্যালয়, ভারত হতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এ এমবিএ ডিগ্রী অর্জন করেন। সেখানে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে প্রেসিডেন্টস মেডেল ও গোল্ড মেডেল অর্জন করেন।
বাইশতম ব্যাচের এই কর্মকর্তা ২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন এবং মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় পাবনায় ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাবনা সদর উপজেলায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নেজারত ডেপুটি কালেক্টর হিসেবে রাজশাহী জেলায় কাজ করেন ও রাজশাহী ও পাবনা জেলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় কর্মরত ছিলেন। জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ বাংলাদেশ পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি), সাভার ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ দেশ ও বিদেশের অনেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মজীবনে তিনি নেপাল, কুয়েত, চীন, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, ইতালি, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ ভ্রমণ করেন। জনপ্রশাসনে অনন্যসাধারণ অবদানের জন্য তিনি বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ লাভ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস