সাধু পৌলের গীর্জা
১৯৪৯ সালের ইটালিয়ান ফাদার জন সে নারায়ণগঞ্জের বর্তমান ১৩৫, বি.বি রোডে একজন হিন্দু ভদ্রলোকের বাড়ী ক্রয় করে সেখানে একটি ক্যাথলিক গীর্জা প্রতিষ্ঠা করেন। গীর্জার নাম দেন “সাধু পৌলের গীর্জা”। সাধু পৌল ছিলেন খ্রীষ্ট ধর্মের প্রতি অত্যাচারী একজন সেনাপতি। পরবর্তীতে ঈশ্বর তাকে দর্শন দেন। এরপর তনিি খ্রীষ্টর্ধম গ্রহণ করনে এবং খ্রীষ্টরে বাণী প্রচার করনে । এক সময় এই চার্চে বিদেশি মিশনারীগণ থাকতেন। চার্চ প্রতিষ্ঠাতা ব্যক্তিদের মধ্যে রেভাঃ রাম চরণ ঘোষ এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও নারায়ণগঞ্জ জেলায় ৬০ টি গীর্জার আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস