ই-পর্চা বিষয়ক জিজ্ঞাসা
১. (ক) কোথায় ও কিভাবে আবেদন করতে হবে?
উত্তরঃ* ই-সেবা কেন্দ্রে এসে সরাসরি আবেদন পত্র জমা দিতে হবে
* কোর্ট ফিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
(খ) কত দিনের মধ্যে পর্চা পাওয়া যাবে?
উত্তরঃ* আবেদন জমা দেওয়ার ১০ দিন পর ই-পর্চা পাওয়া যাবে।
আগ্নেয়াস্ত্র লাইসেন্স বিষয়ক
২. (ক) কোথায়ওকিভাবে আবেদনকরতেহবে?
উত্তরঃ* নবায়ন পদ্ধতিঃ
(ক) লাইসেন্স হালনাগাদ নবায়ন থাকলে লাইসেন্সধারী নবায়ন ফি জমা দিয়ে মূল ট্রেজারী চালান অত্রাফিসে উপস্থাপন করলে সাথে সাথে লাইসেন্স নবায়ন করে দেয়া হয়।
(খ) সশস্ত্র বাহিনীর সদস্যগণ মূল লাইসেন্স ও আবেদন পত্র জমা দিলে সঙ্গে সঙ্গে ফি ব্যতীত লাইসেন্স নবায়ন করে দেয়া হয়।
(গ) লাইসেন্স হালনাগাদ নবায়ন না থাকলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমোদন সাপেক্ষে লাইসেন্স
(খ) লাইসেন্স ফির পরিমান কত?
উত্তরঃ * আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ফিঃ
ক্রম | আগ্নেয়াস্ত্রের বর্ণনা | ইস্যু ফি | নবায়ন ফি | বিলম্বে নবায়ন ফি |
১। | পিস্তল/রিভলবার/রাইফেল | ৫,০০০/- | ৩,০০০/- | ৩,০০০/- |
২। | বন্দুক/শটগান | ১,৫০০/- | ১,০০০/ | ১,০০০/- |
৩। | বন্দুক/তলয়ার | ২,০০০/- | ১,০০০/- | ১,০০০/- |
৪। | আগ্নেয়াস্ত্র ডিলিং/ আগ্নেয়াস্ত্র মেরামতি ফি | ১০০০/- | ৫০০/ | ১০০০/- |
৫। | রাইফেল ডিলিং/ রাইফেল মেরামতি ফি | ৫০০/- | ২৫০/- | ৫০০/- |
(গ) নতুন লাইসেন্স ইস্যু করতে ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে কি কি কাগজপত্র প্রয়োজন?
উত্তরঃ * আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির পদ্ধতিঃ
- নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
- ৩(তিন) কপি সত্যায়িত ছবি এবং এস,এস,সি পাসের সনদের সত্যায়িত ফটোকপি/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি/জাতীয় পরিচয় পত্র ।
- ১০(দশ) টাকার কোর্ট ফি।
- ২০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে আগ্নেয়াস্ত্র আছে/নাই মর্মে ছবি সম্বলিত নোটারাইজডকৃত হলফনামা।
- ব্যবসায়িক প্রার্থীর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে কোম্পানীর মেমোরেন্ডাম এর সত্যায়িত ফটোকপি।
- ব্যক্তির ক্ষেত্রে শর্টগান/ রাইফেল লাইসেন্সের জন্য ১(এক) লক্ষ এবং
- ৩(তিন) লক্ষ টাকা আয়কর প্রদান সংক্রান্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি। প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের দলিল/ভাড়ার চুক্তির দলিলের ফটোকপি।
- সন্তোষজনক পুলিশ রিপোর্টের প্রেক্ষিতে লাইসেন্স এর ধার্য্য নির্ধারিত ফি জমাদান পূর্বক চালানের কপি জমা দিয়ে লং ব্যারেল আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু করা হয়।
- পিস্তল/রিভলবার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির প্রেক্ষিতে লাইসেন্স এর ধার্য্য ফি জমাপূর্বক চালানের কপি জমা নিয়ে লাইসেন্স ইস্যু করা হয়।
প্রিমিসেস লাইসেন্স বিষয়ক
৩. (ক) প্রিমিসেস লাইসেন্স কি কি পন্যের জন্য প্রয়োজন?
উত্তরঃ * লৌহজাত দ্রব্য, সিমেন্ট, পাইকারী কাপড়, খুচরা কাপড়, পাইকারী সূতা, খুচরা সূতা, জুয়েলারী, স্বর্ণ প্রস্তুতকারক, শিশু খাদ্য, সিগারেট।
(খ) কোথায় ও কিভাবে আবেদন করতে হয়?
উত্তরঃ * ১। নতুন আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজ পত্র দাখিল করতে হয়। ফরম ক সংগ্রহ ও পূরণ ২। জাতীয় সনদপত্র ৩। ব্যবসা ছাড়া মালিকানা সংক্রান্ত কাগজাদি দলিল/চুক্তিনামা। ৪। ট্রেড লাইসেন্স ৫। আর্থিক স্বচ্ছলতা সনদপত্র ৬। আয়কর (যদি থাকে) জুয়েলারী ক্ষেত্রে প্রযোজ্য ৭। ছবি (তিন কপি পাসপোর্ট সাইসের সত্যায়িত ছবি) নবায়নের ক্ষেত্রে শুধুমাত্র চালান মারফত সরকারী ফি দাখিল করে সি ফরম সংগ্রহ ও পূরণ সাপেক্ষে লাইসেন্স প্রতি বছর ৩১মে এর মধ্যে ব্যবসা বাণিজ্য শাখায় জমা প্রদান করতে হবে।
তথ্য ও অভিযোগ বিষয়ক
৪. (ক) কি কি ধরনের তথ্য পাওয়ার জন্য আবেদন করা যাবে?
উত্তরঃ * তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় যে কোন প্রকার তথ্য পাওয়ার জন্য আবেদন করা যাবে।
(খ) অভিযোগ দাখিলের পদ্ধতি কি?
উত্তরঃ * অভিযোগ দাখিলের জন্য অভিযোগ দায়েরের ফরম ‘ফরম ক’ পূরণপূর্বক তথ্য প্রদানকারী কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়।
প্রবাসী কল্যান বিষয়ক
৫. (ক) সরকারীভাবে বিদেশে কর্মসংস্থানের বিজ্ঞপ্তিসমূহ কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ * সরকারীভাবে বিদেশে কর্মসংস্থানের বিজ্ঞপ্তিসমূহ নিন্মোক্ত ওয়েব সাইট থেকে জানা যাবে
জনশক্তি, কর্মসংস্থানওপ্রশিক্ষণব্যুরো
http://www.bmet.org.bd/BMET/index
বোয়েসেল বাংলাদেশ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
(খ) স্থানীয় প্রবাসীদের দেশে বসবাসরত পরিবারের সদ্যসগনের কোন প্রকার অভিযোগ প্রদানের পদ্ধতি কি?
উত্তরঃ * স্থানীয় প্রবাসীদের দেশে বসবাসরত পরিবারের সদ্যসগন জেলা প্রশাসক বরাবর সাদা কাগজে অভিযোগের বিস্তারিত বর্নণা লিখে আবেদন করতে পারবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS